ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বরিশালে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু

বরিশালে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আরো ১৯২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা গেছে, মৃত ব্যক্তিরা হলেন- ভোলার লালমোহন উপজেলার আব্দুল হক (৭৫), পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার রফিক হোসেন (৩৬) ও বরগুনা জেলার বেতাগী উপজেলার হাসিনা বেগম (৬০)। চলতি বছর এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৩ জন মারা গেছেন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, মৃত তিনজনেই শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এরমধ্যে ভোলার আব্দুল হক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২০ আগস্ট ভর্তি হয়ে ২২ আগস্ট রাতে মারা গেছেন। পটুয়াখালীর রফিক হোসেন ২২ আগস্ট সকালে ভর্তি হয়ে রাতে ও বরগুনার হাসিনা বেগম ২২ আগস্ট দুপুরে ভর্তি হয়ে ২৩ আগস্ট সকালে মৃত্যুবরণ করেছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৯২ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত