বাড্ডায় চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিক আহত

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডার সাঈদনগর এলাকায় নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে পেটে রড ঢুকে মো. হৃদয় (২৫) নামে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দুুপুর পৌনে ১২টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহত হৃদয় বাড্ডার নূরেরচালা বোটগাড মসজিদ গলি এলাকায় বসবাস করেন। মো. হৃদয়কে নিয়ে আসা তার ভাই রামিম বলেন, বাড্ডার সাঈদনগর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের চার তলায় কাজ করছিল হৃদয়। অসাবধানতাবশত চার তালা ছাদ থেকে নিচে পড়ে পেটে রড ঢুকে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত ওই যুবকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।