চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদন

পণ্যের মূল্যতালিকা ও বিক্রয়মূল্যের অসঙ্গতিসহ নানা কারণে চট্টগ্রামের খাতুনগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার পেঁয়াজের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান ও পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এ বিষয়ে পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, অভিযান চলাকালে কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স না থাকা, পণ্যের মূল্যতালিকা ও বিক্রয়মূল্যের অসঙ্গতিসহ পাইকারদের ক্রয়রসিদ না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে কৃষি বিপণন আইন-২০১৮ এর ১৯(১)-ক ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় এক ব্যবসায়ীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ করেই পেঁয়াজের বাজার অস্থিতিশীল করে তুলেছেন। তাই বাজার নিয়ন্ত্রণে আমরা বুধবার বিকাল পর্যন্ত খাতুনগঞ্জে অভিযান চালিয়েছি। অভিযানে বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। তাছাড়া সামনের দিনগুলোতে পাইকারদের ক্রয়ের রসিদ সংরক্ষণ, মূল্যতালিকা সংরক্ষণ, সব লাইসেন্স হালনাগাদকরণসহ প্রত্যেক প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণের ব্যবস্থা নিশ্চিতকরণে ব্যবসায়ীদের তাগিদ দেওয়া হয়।