ঐতিহ্যবাহী ‘মিয়া সাহেবের ময়দান’

খানকাহ শরীফে বাৎসরিক ওরশ মোবারক ও মিলাদ মাহফিল

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

গাউপোক (রা.) এর দশম পুরুষ ঢাকাস্থ প্রায় সাড়ে তিনশত বছরের ঐতিহ্যবাহী ‘মিয়া সাহেবের ময়দান’ খানকাহ শরিফের প্রতিষ্ঠাতা মাঝহার-এ-আসারে করীম আলহাজ শাহ সুফী সাইয়েদ আবদুর রাহীম শহীদ (কু: সি: আ:) হুজুর কেবলাহ’র অষ্টম পুরুষ ও অষ্টম গদ্দীনশীন আলহাজ হযরত শাহ সুফী সাইয়েদ হামিদ উল্লাহ (কু: সি: আ:) হুজুর কেবলাহর ১৫তম পবিত্র ওরশ মোবাক গত ২৯ শে মহররম ১৪৪৫ হিজরি মোতাবেক ১৬ আগস্ট ২০২৩ইং রোজ বুধবার মাজার শরীফ-সংলগ্ন খানকাহ শরীফে ফজরের নামাজের পর হতে দিনব্যাপী খতমে কোরআন, তখমে সূরা মোজাম্মেল, খতমে সূরা ইয়াসিন, খতমে সূরা এখলাস ও মাগরিব নামাজের পর থেকে ওযাজ মাহফিল এবং বাদ এশা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন আবু ইউসুফ আবদুল্লাহ (রহ.) ওয়াকফ্ এস্টেটের ৫ম মোতাওয়াল্লী এবং লক্ষ্মীবাজার শাহ সাহেব বাড়ি জামে মসজিদের পরিচালক আলহাজ হযরত শাহ সুফী সাইয়েদ আহমাদুর রাহীম (মা: আ:)। উল্লেখ্য, অষ্টম গদ্দীনশীন পীর আলহাজ হযরত শাহ সুফী সাইয়েদ হামিদ উল্লাহ (রহ.) সুযোগ্য সন্তান।