জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে গত বুধবার ‘টেকসই জীবনের জন্য সবুজ নগর’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বিআইজিএম’র ১৯তম ব্যাচের প্রশিক্ষণার্থী হিসেবে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের ৩১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সেমিনারে বাংলাদেশকে সবুজে রূপান্তরে এবং নগরী মহানগরীগুলোকে সবুজায়নের আহ্বান জানিয়ে বক্তারা ভবন নির্মাণ বিধি প্রতিপালন, দক্ষ বর্জ্য ব্যবস্থাপনা, জলাধার সুরক্ষা এবং জলাবদ্ধতা নিরসনের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আদর্শ নগরায়নের পথে প্রতিবন্ধকতা হিসেবে বিভিন্ন সরকার প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব (অর্থ বিভাগ), বিশ্বব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট’র পরিচালক ড. মোঃ তারেক বলেন, দেশকে বাঁচাতে হলে সবুজ নগরায়ন নিশ্চিত করতে হবে।