ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহীতে আইভি রহমানের মৃত্যুবার্ষিকী স্মরণে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ

রাজশাহীতে আইভি রহমানের মৃত্যুবার্ষিকী স্মরণে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী, আওয়ামী লীগের প্রয়াত মহিলাবিষয়ক সম্পাদিকা ও মহিলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি শহীদ আইভি রহমানের মৃত্যুবার্ষিকী স্মরণে গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর কুমারপাড়াস্থ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয়ে শহীদ আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর তিনি আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সহ মহানগর আওয়ামী লীগের নেতাদের সাথে শহীদ আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত