ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিনিয়র জুনিয়র কিশোর খুন

সিনিয়র জুনিয়র কিশোর খুন

রাজধানীর দক্ষিণখানে ছুরিকাঘাতে এক কিশোর খুন হওয়ার পেছনে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্ব ছিল বলে জানিয়েছে পুলিশ। গত বুধবার বিকালে দক্ষিণখান গাওয়াইর এলাকায় রাফসান নামের ১৭ বছর বয়সি ওই কিশোরকে ছুরি মেরে হত্যা করা হয়। এ ঘটনায় রাফসানের মা কুসুম বেগম বাদী হয়ে আরেক কিশোরকে আসামি করে মামলা করেছেন। ঘটনার পরপরই ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন। তিনি বলেন, রাফসান কিছুদিন মাদ্রাসায় পড়াশোনা করলেও একপর্যায়ে সে বখাটে হয়ে যায়। তাকে হত্যার পেছনে কাজ করেছে মূলত এলাকার সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব। রাফসানের চাচাতো ভাই বাবু মিয়া জানান, রাফসানদের গ্রামের বাড়ি ময়মনসিংহে। ঢাকার দক্ষিণখানে গাওয়াইর স্কুল রোডে পরিবারের সঙ্গে থাকত সে। তার বাবার একটি মুদি দোকান আছে এলাকায়। রাফসান সেখানে মাঝেমধ্যে বসত। তিনি আরো বলেন, গত মঙ্গলবার বিকালে স্থানীয় এক বখাটে সিগারেট বাকি চেয়েছিল। কিন্তু রাফসান তাকে বাকি দেয়নি। এ নিয়ে বুধবার বিকালে দোকানে এসে ঝগড়া করে ওই বখাটে। এক পর্যায় সে রাফসানকে ছুরি মারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত