ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বিজ্ঞান জাদুঘর পরিদর্শনে বিপিএটিসির প্রশিক্ষণার্থীরা

বিজ্ঞান জাদুঘর পরিদর্শনে বিপিএটিসির প্রশিক্ষণার্থীরা

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ১০৮তম সিনিয়র স্টাফ কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাবৃন্দ গত বৃহস্পতিবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পরিদর্শন করেন। প্রশিক্ষণার্থীরা সকলেই বাংলাদেশ সরকারের যুগ্মসচিব এবং বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনীর সমপর্যায়ের কর্মকর্তা। এ উপলক্ষ্যে ‘Green life Style by Science and Technology’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তারা জ্বালানির অপব্যবহার রোধ, বৈদ্যুতিক বাতির অপচয়রোধ, প্লাস্টিক ও পলিথিন বর্জন, থ্রি আর নীতি বাস্তবায়ন, বৃষ্টির পানি সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার ইত্যাদির উপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন। সেমিনারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘বিজ্ঞান চেতনা সৃজনে এবং প্রত্যন্ত অঞ্চলে বিজ্ঞান শিক্ষার প্রসারে বিজ্ঞান জাদুঘর অব্যাহত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ কার্যক্রমে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন। সবুজায়নের স্বার্থে দক্ষ বর্জ্য ব্যবস্থ্নাা অপরিহার্য।’ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মো. শাহিনুর রহমান। এছাড়া আরো বক্তব্য রাখেন মো. আবিদ হোসেন (ডিআইজি) প্রশাসন এপিবিএন হেড কোয়ার্টার্স, যুগ্মসচিব ড. নাজনীন কাউছার চৌধুরী এবং মো. সামীমুজ্জামান। অনুষ্ঠান শেষে বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের স্মারক উপহার প্রদান করা হয়। এ ছাড়া প্রশিক্ষণার্থীরা জাদুঘরের গ্যালারি ও প্রদর্শনীবস্তু পরিদর্শন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত