ট্রান্সজেন্ডার-হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করবে ‘বন্ধু’

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

বরিশালে ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তির দ্রুততর করতে অনুষ্ঠিত সমতা প্রজেক্টের উদ্বোধন করা হয়েছে। এ সময় হিজড়া জনগোষ্ঠীর বসতি নিরাপত্তা ও কর্মসংস্থানের নিশ্চয়তার দাবি জানানো হয়। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ‘বন্ধু’র আয়োজনে নগরীর একটি হোটেলে এই প্রজেক্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, ‘বন্ধু’র প্রজেক্ট ম্যানেজার মশিউর রহমান। ইউএসএআইডি’র সহোযগিতায় ৫ বছর মেয়াদি সমতা প্রকল্প বাস্তবায়ন করছে বন্ধু।