ডেঙ্গু প্রতিরোধে ক্যাবের সচেতনতা কর্মসূচি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সারা দেশে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়া এ বছর ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ভয়াবহ এই পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে প্রচারণা চালিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গতকাল শনিবার রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ প্রচারণা চালায় ভোক্তা অধিকার নিয়ে কাজ করা জাতীয় এ সংগঠনটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন এডিস মশা নিধনে করণীয় শীর্ষক একটি সচেতনতামূলক র্যালি ১৩নং ওয়েল ফেয়ার সোসাইটির সামনে থেকে বের করা হয়। এতে অংশ নেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, ঢাকা জেলা কমিটির সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শামস এ খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুর রহমান। র্যালি শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। ব্যক্তি পর্যায়ে আমরা সচেতন না হতে পারলে এই দুর্ভোগ আরো বাড়বে। তাই এই সংকট সমাধানে নাগরিক সচেতনতা বাড়াতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিদপ্তর কাজ করছে।’
ক্যাবের জনসচেতনতামূলক এ কার্যক্রমকে ধন্যবাদ জানিয়ে কাউন্সিলর শরিফুর রহমান বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের উদ্যোগে আমরা দীর্ঘ তিন মাস ধরে প্রতিদিনই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আশা করি ডেঙ্গু প্রতিরোধে শিগগিরই আমরা সফলতা পাব। অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক এম শামস এ খান বলেন, ভোক্তা অধিকার রক্ষায় ক্যাব বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে, তারই ধারাবাহিকতায় আজ এখানে উপস্থিত হয়েছি। এই এলাকার মানুষের সচেতনতা সৃষ্টি করা এবং সিটি কর্পোরেশনের সঙ্গে তারা যাতে এক সঙ্গে কাজ করে এই সংকট সমাধান করতে পারে, সেই বিষয়ে উৎসাহিত করা হচ্ছে।