কর কর্মকর্তাকে অপহরণ
সহযোগীসহ চালক রিমান্ডে
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কমিশনার মাসুমা খাতুনকে অপহরণের পর নির্যাতনের ঘটনায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- ভুক্তভোগী মাসুমার সাবেক গাড়িচালক মাসুদ এবং তার সহযোগী আব্দুল জলিল। এছাড়া মামলাটিতে গ্রেপ্তার হাফিজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত ১৭ আগস্ট নারী কর কর্মকর্তা মাসুমা খাতুনকে অপহরণ করা হয়। এ ঘটনায় রমনা মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা হয়। মামলার প্রধান আসামি করা হয় মাসুদকে। তিনি জুলাই মাসে ওই নারীর ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। গতকাল রোববার মাসুদ ও জলিলকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. সহিদুল ওসমান মাসুম। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে তাদের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রমনা মডেল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির আদালতে বিষয়টি জানান। গত ১৭ আগস্ট নারী কর কর্মকর্তা মাসুমা খাতুনকে অপহরণ করা হয়। এ ঘটনায় রমনা মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা হয়। মামলার প্রধান আসামি করা হয় মাসুদকে। তিনি জুলাই মাসে ওই নারীর ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। সম্প্রতি তাকে চাকরিচ্যুত করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে মাসুদ ওই নারী কর্মকর্তাকে অপহরণের পরিকল্পনা করেন।