ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

উত্তরা বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

উত্তরা বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বিআরটিএ’র উত্তরা কার্যালয়ে চারজন দালালকে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার দুপুরে আকস্মিকভাবে এ অভিযান পরিচালনা করেন বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান। জানা গেছে, বিআরটিএ’র উত্তরা কার্যালয়ে অভিযান পরিচালনাকালে মোটরযানের নম্বর প্লেট সংযোজনসহ বিভিন্ন কাজে আসা গ্রাহকদের থেকে চাঁদা দাবিসহ নানা বিষয় নিয়ে কয়েকজন দালালকে বাকবিত-তা করতে দেখেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় স্থানীয় দালাল আতাউল্লাহ আতা’সহ কয়েকজন দালালকে শনাক্ত করেন ম্যাজিস্ট্রেট। পরে তুরাগ থানার সহায়তায় তাদের ধরতে গেলে আতাউল্লাহ পালিয়ে যান। তবে এসময় চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আহাদ আলী (৩৫), মো. শাহিন আলম (২৮), আলমগীর হোসেন (৪৮) এবং মো. সোহাগ (২৭)। পরে আটককৃতরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে নিজেদের দোষ স্বীকার করলে প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, ‘দালাল চক্রটি দীর্ঘদিন ধরে রাস্তা থেকে বিআরটিএ’র অফিসে আসা গ্রাহক বা গাড়ি বিআরটিএ চত্বরে ঢোকার পথেই ঘিরে ধরত।’ তিনি বলেন, ‘এ অভিযান একটি চলমান প্রক্রিয়া। বিআরটিএ’র অফিস দালালমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত