গাজীপুরে চুরি হওয়া শিশু বগুড়া থেকে উদ্ধার

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে চুরি হওয়া রোহান নামে সাড়ে সাত মাস বয়সি এক শিশুকে বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বাবা ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে সহায়তা চাইলে এ উদ্ধার অভিযানে নামে পুলিশ। গত রোববার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশু রোহানের বাবা রহিমউদ্দীন (৫৭) গাজীপুর মেট্রোপলিটন সদরের মজিদ মার্কেট এলাকার ব্যবসায়ী। জাতীয় জরুরি সেবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার বিকেলে ৯৯৯-এ ফোন কল করে রহিমউদ্দীন তার ছেলে চুরি চুরি হওয়ার অভিযোগ করে সহায়তা চান। রহিমউদ্দীন পুলিশকে জানান, তার স্ত্রী শিশু সন্তানকে নিয়ে দুপুরে বাসায় ঘুমিয়ে ছিলেন। এ সময় প্রতিবেশী চাচাতো ভাইয়ের স্ত্রী তার সন্তানকে নিয়ে যান। এর আগেও তিনি তার ছেলেকে নিয়ে রাখতেন ও ফিরিয়ে দিয়ে যেতেন। কিন্তু এবার দীর্ঘ সময় ফিরিয়ে না দেওয়ায় তার কাছে ছেলেকে চাইতে গেলে তিনি ছেলেকে নেওয়ার কথা অস্বীকার করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহায়তা চাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাটি গাজীপুর সদর থানায় জানিয়ে দেওয়া হয়।