ঢাবিতে স্বাস্থ্যকর ক্যাফেটেরিয়া ও পর্যাপ্ত মেডিকেল সেবার দাবি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন এবং কার্জন হল এলাকায় দীর্ঘদিন ধরে প্রয়োজনের তুলনায় অপ্রতুল ক্যান্টিন ক্যাফেটেরিয়ার অভিযোগ জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। পাশাপাশি নারীদের ইমার্জেন্সি মেডিসিন সেবার জন্য ফার্মেসি স্থাপনের দাবিও করে আসছেন তারা। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর সংলগ্ন সড়কে তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। পরে তারা উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেন। শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- কার্জন হলে ক্যাফেটেরিয়া স্থাপন করতে হবে। মোকাররম ভবনে ক্যান্টিন স্থাপন করতে হবে। উভয় এলাকায় ফার্মেসি/ভেন্ডিং মেশিন স্থাপন করতে হবে। মানববন্ধনে আবহাওয়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মফিজুল ইসলাম লিমন বলেন, ক্যান্টিনের অস্বাস্থ্যকর খাবারের ফলে ননকলেজিয়েট হয়ে গিয়েছিলাম আমি। ডাক্তার আমাকে বারবার স্বাস্থ্যসম্মত খাবারের কথা বলেছিলেন। কিন্তু একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের এক অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খেতে হয়। তাছাড়া মোকাররম ভবনের ১০ এর অধিক বিভাগের শিক্ষার্থীতে একটি ক্যান্টিনে খাবারের জন্য প্রতিদিন স্ট্রাগল করে যেতে হয়। গণিত বিভাগের শিক্ষার্থী মিহি জামান বলেন, কার্জন হল এবং মোকাররম ভবন মিলে মোট ১০ হাজার শিক্ষার্থী রয়েছে। যাদের মধ্যে ৪০ শতাংশই নারী শিক্ষার্থী। এসব নারী শিক্ষার্থীর প্রায়ই ইমার্জেন্সি মেডিসিন সেবার প্রয়োজন হয়। ফলে আমাদের এর জন্য ৩০ টাকা রিকশা ভাড়া দিয়ে যেতে হয় ঢাকা মেডিকেলে। বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের কথা বিবেচনায় মোকাররম ভবন এবং কার্জন হল এলাকায় অন্তত একটি ফার্মেসি বা ডিজিটাল ভেন্ডিং মেশিন সেবা চালু করার দাবি করেন তারা।