বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরে কৃষি খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের ওপর বৈশ্বিক মহামারি কোভিডের প্রভাববিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের গ্যালারি রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। এ সময় তিনি বলেন, বৈশ্বিক মহামারি কোভিডের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের কৃষিখাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আরো টেকসই ও দীর্ঘমেয়াদি সহযোগিতা প্রয়োজন। অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোরশেদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হর্টিকালচার সেন্টার, বুড়িরহাট, রংপুরের উপ-পরিচালক ড. আবু সায়েম এবং সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কাজী নেওয়াজ মোস্তফা। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।