দেশের কৃষি খাতে উন্নয়ন সম্ভব : বেরোবি ভিসি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে কৃষিভিত্তিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু সর্বপ্রথম অনুধাবন করেন সমৃদ্ধ বাংলাদেশ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির বিকল্প নেই। গতকাল বুধবার শোকাবহ আগস্ট ২০২৩ উপলক্ষ্যে বেরোবি আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।