আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে ও বিদেশে বাংলাদেশবিরোধী যে চক্রান্ত শুরু হয়েছে তা মোকাবিলায় মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু। গত মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জনতা সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠানে বিশেষ বক্তার বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মিজানুর রহমান মিজু বলেন, ৭৫-এর ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। সেদিন ষড়যন্ত্রকারী শুধু বঙ্গবন্ধুকেই সপরিবারে হত্যা করেনি, হত্যা করেছিল স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে। তাদের মূল উদ্দেশ্যই ছিল বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। স্বাধীনতার ৫০ বছরে এসে তাদের সেই ষড়যন্ত্র থেমে নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা সপরিবারে হত্যা করেছিল সেই ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় রয়েছেন। বঙ্গবন্ধুর খুনিরা যারা বিভিন্ন দেশে লুকিয়ে আছেন তাদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে পূর্ণ রায় বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ জনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও জাতীয় স্বাধীনতা পার্টির য্গ্মু মহাসচিব শেখ বাদশাউদ্দিন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একুশে পদকপ্রাপ্ত এবং শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এমএ জলিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ সহ-সভাপতি স্বপন কুমার সাহা প্রমুখ।