ডেঙ্গু সচেতনতায় সড়কে অর্ধশতাধিক মশা রিকশা

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ক্রমাগত বাড়ছে ডেঙ্গু রোগের সংক্রমণ। প্রায় প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন মানুষ। মৃত্যুও হচ্ছে ডেঙ্গুতে। এর ফলে দায়িত্বপ্রাপ্ত দুই সিটি করপোরেশনকেই দায়ী করা হচ্ছে। যদিও সিটি করপোরেশন বলছে, নগরবাসী সচেতন না হলে তাদের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; যার পরিপ্রেক্ষিতে নগরবাসীর ডেঙ্গু সচেতনতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন হাতে নিয়েছে এক অভিনব পদ্ধতি। রিকশার ওপর বসানো হয়েছে দানব আকৃতির এডিস মশা। যা ছুটে চলছে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ডিএনসিসি সূত্রে জানা যায়, নগরবাসীকে সচেতন করতেই এমন উদ্যেগ নেয়া হয়েছে। এডিস মশা নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এমন প্রদর্শনে মানুষ সচেতন হবে। এছাড়া নিয়মিত অভিযানের পাশাপাশি ‘মশার কামড় ক্ষতিকর’ নামে স্কুল শিক্ষার্থীদের জন্য একটি বই প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রাথমিকভাবে বইটির ১ লাখ কপি ছাপানো হয়েছে। দ্রুত এ বইগুলো আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলদের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পৌঁছে দেয়া হবে। প্রয়োজনে পরবর্তী সময়ে বইটির আরো ১ লাখ কপি ছাপাবে ডিএনসিসি। সরেজমিন ঢাকার মিরপুরে দেখা যায়, রিকশার ওপরে বিশেষ সাদা রং দিয়ে বসানো হয়েছে দানব আকৃতির একটি মশা। মশার শরীরের তিনটি প্রধান অংশ মাথা, বক্ষ এবং পেট প্রদর্শিত হচ্ছে। বিশেষ করে বক্ষ তিনটি শরীরের অংশ নিয়ে গঠিত এবং প্রতিটি অংশে এক জোড়া পা সবার দৃষ্টি আকর্ষণ করছে। রিকশায় রয়েছে একটি মাইক। যেখানে বাজতে শোনা যায় মশার শব্দ। এছাড়া রিকশায় ঝুঁলানো রয়েছে সচেতনতামূলক বার্তা। এ নিয়ে মিরপুরের বাসিন্দা হামিদুজ্জান বলেন, ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। রিকশাগুলো প্রদর্শন যেমনিভাবে আকৃষ্ট করছে, ঠিক তেমনি সচেতনতার বার্তা দিয়ে যাচ্ছে।