ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব সাবেক পিপি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মাত্র সাড়ে ৩ বছরের সংক্ষিপ্ত শাসনামলে ইসলাম ও মুসলমানদের খেদমতে যে বিপুল অবদান রেখে গেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। গোটা বিশ্বের ইতিহাসে তার দৃষ্টান্ত বিরল। বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকি উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার মতিঝিল ওয়াপদা মাদ্রাসা মিলনায়তনে ইসলামি গণতান্তিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অ্যাডভোকেট নূরুল ইসলাম খান বলেন, বঙ্গবন্ধু যখন মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষ নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, ঠিক তখনই ইসলাম ও মুসলমানদের দোষমন সাম্রাজ্যবাদী শক্তির ষড়যন্ত্রে নীল নকশার শিকার হয়ে শহীদ হোন বাঙালির প্রাণ প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার পথ অনুসরণ করেই বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসারে বঙ্গবন্ধুর অসমাপ্ত সুন্দরভাবে করে যাচ্ছেন। ইসলামী গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি কাজী মাসুদ আহম্মেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ওমর ফারুক, নেজামে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা হারিসুল হক, দলের প্রেসিডিয়াম সদস্য মামুন পারভেজ, যুগ্ম মহাসচিব মাওলানা শামসুল ইসলাম প্রমুখ।