‘গ্রামীণ বাংলাদেশে সামাজিক মূলধনের প্রভাব পরীক্ষা’ বিষয়ক কর্মশালা
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ‘গ্রামীণ বাংলাদেশে সামাজিক মূলধনের প্রভাব পরীক্ষা’ শীর্ষক গবেষণা প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার এ আয়োজন করা হয়। এতে সরকারি কর্মকর্তা, অ্যাকাডেমিক বিশেষজ্ঞ, সুশীল সংগঠন এবং উন্নয়ন অংশীদারদের একত্রিত করে সামাজিক মূলধনের মতো গুরুত্বপূর্ণ বিষয় এবং গ্রামীণ বাংলাদেশে এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কর্মশালায় অভিবাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আহমেদ মুনিরুছ সালেহীন অভিবাসনের বহুমুখী দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘অভিবাসন শুধু আর্থিক লাভের জন্য নয়, এটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রকেও অন্তর্ভুক্ত করে। এছাড়া তিনি অভিবাসন সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলায় পর্যাপ্ত সহযোগিতার অভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের (সিএমএস) প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন খাতের মানুষকে একত্রিত করে এই গুরুত্বপূর্ণ ইস্যুতে ব্যাপক গবেষণায় নিয়োজিত করা হয়েছে।