রাজশাহী জেলার বাঘা থানার বলিহার বেতীপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে নকল রাজস্ব স্ট্যাম্প ১ লাখ ৩১ হাজার পিস উদ্ধার করেছে র্যাব-৫। এ সময় প্রতারক মো. শহিদুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বলিহার বেতীপাড়া গ্রামে এই ঘটনাঘটে। শহিদুল ইসলাম রাজশাহী জেলার বাঘা উপজেলার বলিহার বেতীপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানার বলিহার বেতীপাড়া গ্রামস্থ ধৃত আসামি মো. শহিদুল ইসলাম (৪০) তার বসতবাড়িতে বিভিন্ন জাল রাজস্ব স্ট্যাম্প তৈরি করে বিক্রি করছে। বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থল শহিদুলের বসতবাড়িতে পৌঁছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে গেট খুলে পালানোর চেষ্টাকালে র্যাবের টিম তাকে ঘটনাস্থলেই আটক করে।