বৃষ্টিতে অস্বস্তির গরম কমল ঢাকায়
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
গতকাল শুক্রবার সকাল থেকেই ঢাকার আকাশে রোদের সঙ্গে মেঘও ছিল। এতে ভ্যাপসা গরমের অস্বস্তি ছিল নগরবাসীর মধ্যে। দুপুর ১টা বাজতেই ঢাকার আকাশ কালো মেঘে ছেয়ে যায়। অনেকেই তখন জুমার নামাজের জন্য মসজিদমুখী। দুপুর দেড়টার কিছু আগে শুরু হয় তুমুল বৃষ্টি। জুমার নামাজ পড়তে অনেকেই মসজিদে যেতে পড়েন ভোগান্তিতে। এ বৃষ্টি চলে টানা সোয়া ২টা পর্যন্ত। তাই নামাজের পর মসজিদ থেকে ঘরে ফিরতেও বিপত্তিতে পড়েন মুসল্লিরা। গতকাল ঢাকায় হালকা বৃষ্টি এবং দিনের তাপমাত্রা কমতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। বৃষ্টির কারণে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশে আগতরাও পড়েন বিপত্তিতে। গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, ফেনী, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা হতে প্রশমিত হতে পারে বলেও জানান হাফিজুর রহমান। আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও গতকাল জানিয়েছে আবহাওয়া বিভাগ।