ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে দুই মাসে ভর্তি ১২ শতাধিক ডেঙ্গু রোগী

আক্রান্ত ছাড়িয়েছে কয়েক হাজার
নারায়ণগঞ্জে দুই মাসে ভর্তি ১২ শতাধিক ডেঙ্গু রোগী

শিল্পাঞ্চলখ্যাত নারায়ণগঞ্জে প্রকোপ বেড়েই চলে ডেঙ্গুর। গত দুই মাসে জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১২ শতাধিক। তবে নারায়ণগঞ্জ জেলা কী পরিমাণ ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে, তার সঠিক কোনো পরিসংখ্যান নেই স্বাস্থ্য বিভাগের কাছেও। বিশেষ করে যেসব রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা চিকিৎসা নিয়েছেন তার সঠিক কোনো পরিসংখ্যা নেই। তবে স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা কয়েক হাজার হবে। শুধু শহর ও শহরতলীতেই নয় ডেঙ্গুর প্রকোপ জেলার উপজেলা পর্যায়েও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাসের শুরু থেকেই রাজধানীর পাশাপাশি পার্শ্ববর্তী জেলা শিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেতে শুরু করে। নারায়ণগঞ্জের প্রধান দুটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অদ্যাবধি কোনো ডেঙ্গু রোগী মৃত্যুবরণ না করলেও গত দুই মাসের ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের দুই শিক্ষার্থী, এক চিকিৎসক ও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু ছিল জেলাজুড়ে আলোচিত। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও দুটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। গত ১৪ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরটিভি অনলাইন বিভাগের শিফট ইনচার্জ সাংবাদিক আবুল হাসানের সাড়ে ৫ বছরের ছেলে নারায়ণগঞ্জের আইডিয়াল স্কুলের শিক্ষার্থী তাশফিন আহনাফ। গত ২ আগস্ট বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমরের জান্নাতুল ফেরদৌস ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জান্নাতুল কাঁচপুর মোশারফ ওমর স্কুল অ্যান্ড কলেজের পাঁচ শ্রেণির ছাত্রী। সে ৩০ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। গত ৮ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা এলাকার বাসিন্দা চিকিৎসক ডা. আলমিনা দেওয়ান মিশুর মৃত্যু হয়েছে। ৩৯তম বিসিএসে নিয়োগ পাওয়া ৩২ বছর বয়সি চিকিৎসক আলমিনা দেওয়ান মিশু গত ১ আগস্ট থেকে ঢামেকে আইসিইউতে ছিলেন। সর্বশেষ ৩০ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ৫নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান (৫৬) মৃত্যুবরণ করেছে। আনিসুর রহমান সিদ্ধিরগঞ্জ থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, গত দুই মাসের ব্যবধানে নারায়ণগঞ্জের প্রধান দুটি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ১২ শতাধিক রোগী ভর্তি হয়েছিল, যার মধ্যে শহরের খানপুরস্থ নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালেই ৩৭৫ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া শহরের নিতাইগঞ্জস্থ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালেও দুই শতাধিক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারণে বাজারে আইভি স্যালাইনের সংকট রয়েছে। যে কারণে বাড়তি দাম দিয়ে রোগীর আইভি স্যালাইন ক্রয় করতে হচ্ছে। শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার জানান, গত ১৩ জুন থেকে অদ্যাবধি ৩৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে, যার মধ্যে জুলাই মাসের শুরু থেকে ৩১ আগস্ট পর্যন্ত ভর্তি হয়েছে সাড়ে ৩ শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী। গত ২৪ ঘণ্টায় অত্র হাসপাতালে ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছিল যার মধ্যে দুইজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ২৩ জন রোগী ভর্তি রয়েছেন। তবে অত্র হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী মারা যায়নি। বর্তমানে প্রতিদিন ৩০ থেকে ৩৫ জন রোগী আমাদের হাসপাতালে ডেঙ্গুর এন্টিজেন টেস্ট করাতে আসছে। বর্তমানে হাসপাতালে এন্টিজেন টেস্টের কীট বা আইভি স্যালাইনের কোনো সংকট নেই। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, আমাদের অধীনস্থ নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গত জুলাই ও আগস্ট মাসে প্রায় ৯০০ জন রোগী ভর্তি হয়েছেন। প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন ভর্তি হচ্ছে। জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ জন করে রোগী ভর্তি থাকছেন। নারায়ণগঞ্জের কয়েকজন রাজধানীতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি। তবে নারায়ণগঞ্জের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কোনো রোগী মারা যায়নি। বর্তমানে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এন্টিজেন টেস্টের কিট বা আইভি স্যালাইনের কোনো সংকট নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত