ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আজ (৪ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের (বিআরটিসি) ৭৯টি বাস চলবে। এক পত্রে সরকারি সংস্থাটি বলেছে, যাত্রীরা যাতে কম সময়ে নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সেজন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল রোববার বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানিয়েছেন, গাজীপুর থেকে বিমানবন্দর এলাকার উড়াল পথের সড়কে উঠে তেজগাঁও-ফার্মগেট হয়ে বিভিন্ন রুটে চলবে এসব বাস। ভাড়াও নেয়া হবে বর্তমান তালিকা অনুযায়ী। যাত্রীরা যাতে নির্বিঘ্নে কম সময়ে চলাচল করতে পারেন, সেজন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাত্রী বাড়লে ভবিষ্যতে এসি বাস চালানোর পরিকল্পনা রয়েছে। গত শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ উড়াল পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উড়াল সড়কের টোল নির্ধারণ করে কয়েক দিন আগে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। এ টোল শুধু প্রথম ফেজের জন্য প্রযোজ্য হবে। এ অংশ ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল দিতে হবে। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।