রংপুরে ৩১০টি পরিবারের মধ্যে চারা বিতরণ
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
জলবায়ু পরিবর্তন রোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে, গত শনিবার বিকালে ‘বাংলার চোখ’ ৩১০টি পরিবারের মাঝে মাহিগঞ্জ থানার তাজহাট ডিমলা এলাকায় ফলজ, বনজ, ঔষধি বৃক্ষ ও ফুলগাছের চারা রোপণ ও বিতরণ করেছে। ‘বাংলার চোখ’ কেন্দ্রীয় সংসদ সভাপতি হাজী মো. তানবীর হোসেন আশরাফির সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু বকর সিদ্দীক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান, ড. বাবুল হোসেন, বাংলার চোখ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক, মাহমুদুন নবী বাবুল বাংলার চোখ মহানগর সংসদ ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন মো. চান মিয়া, মো. দুলাল মিয়া, মো. অহিদুল মিয়া, মিন্টু মিয়া প্রমুখ। আগামী ১০ই অক্টোবর ২০২৩ স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘বাংলার চোখ’ এর ১৬ বছর পূর্তি ও ১৭ বছরে পদার্পণ উপলক্ষ্যে রংপুরসহ উত্তরাঞ্চলে ৫ হাজার বনজ, ফলজ, ঔষধি ও ফুলগাছের চারা বিতরণ ও রোপণ করা হবে।