সকাল ৮টা থেকে রাত ৯টার মধ্যে কোনো ধরনের ট্রাক ময়মনসিংহ নগরীর বড় বাজার এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু রাত-দিন ২৪ ঘণ্টাই সেখানে শত শত ট্রাক রাস্তার উপরে সারিবদ্ধ দাঁড় করিয়ে ট্রাকস্ট্যান্ডে পরিণত করা হয়েছে। ফলে যানজট তৈরি হওয়ায় ব্যবসায়ীসহ নগরবাসীকে চরম দুর্ভোগের মধ্য দিয়েই যাতায়াত করতে হচ্ছে এই এলাকা দিয়ে। সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যাংকে লেনদেন করতে যাওয়া গ্রাহকরা।
ময়মনসিংহ নগরীর বড়বাজার ও ছোটবাজার এলাকা ব্যবসা-বাণিজ্য কেন্দ্র এবং ব্যাংকপাড়া হিসেবেই বেশি পরিচিত। সরকারি আর বেসরকারি মিলে অধিকাংশ ব্যাংক রয়েছে এই এলাকায়। সকাল ১০টা হলে গ্রাহকদের ভিড় জমে এখানে। জেলার বিভিন্ন উপজেলায় এবং নগরবাসীকে কেনাকাটা করার জন্যও এই এলাকাতেই যেতে হয়। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকাল ৮টা থেকে রাত ৯টার মধ্যে কোনো ধরনের ট্রাক বড়বাজার এবং ছোটবাজার এলাকায় প্রবেশে বিধিনিষেধ রয়েছে। কিন্তু প্রশাসনকে বৃদ্ধাঙুলি দেখিয়ে পরিবহন মালিক ও চালকরা সেখানে ট্রাক রেখে তাদের কাজ চালাচ্ছে।
বড়বাজার এলাকার ব্যবসায়ী কামরুল ইসলাম জানান, এখানে দিনে-রাতে ট্রাক দাঁড় করিয়ে রাখা হয় এবং মালামাল লোড আনলোড চলে। বিশেষ করে বড় বাজারের পুরো এলাকাজুড়ে ট্রাক রেখে স্ট্যান্ডে পরিণত করেছে। ট্রাকের কারণে নগরবাসী নির্বিঘ্নে যাতায়াত করতে পারে না। বেশিরভাগ সময়ই যানজট লেগে থাকে। ট্রাকস্ট্যান্ডের কারণে ব্যবসা-বাণিজ্য খুব একটা ভালো না।
অগ্রণী ব্যাংকের গ্রাহক সালমা বেগম বলেন, বড়বাজারে অগ্রণী ব্যাংকের শাখা আছে। ব্যাংকে লেনদেন করতে যাওয়ার সময় ট্রাকের কারণে যানজট লেগেই থাকে। রিকশা নিয়ে সহজে ওই এলাকায় যাওয়া যায় না। ব্যাংক থেকে টাকা নিয়ে বের হওয়ার সময় খুব ভয় নিয়ে বাসায় ফিরতে হয়। নগরীর ভেতরে ব্যবসা-বাণিজ্য এবং ব্যাংক পাড়ায় এভাবে ট্রাকস্ট্যান্ড গড়ে ওঠার বিষয়টি কল্পনাও করা যায় না। প্রশাসনের নাকের ডগায় এভাবে অরাজকতা চলতে পারে এটা ভাবতেই পারি না।
ময়মনসিংহ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানু জানান, ময়মনসিংহ নগরীতে নির্ধারিত ট্রাকস্ট্যান্ড না থাকার কারণে দীর্ঘদিন ধরে বড়বাজার এলাকায় চালকরা ট্রাক দাঁড় করিয়ে মালামাল লোড আনলোড করে থাকে। ট্রাকস্ট্যান্ড করে দেওয়ার জন্য সিটি মেয়র, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বারবার অনুরোধ করা হয়েছে- কিন্তু কাজ হচ্ছে না। ট্রাকস্ট্যান্ড হলেই চালকরা আর বড়বাজার এবং ছোটবাজার এলাকায় রাখবে না। এখানকার ট্রাকচালকদের কাছ থেকে কোনো চাঁদা নেওয়া হয় না।
পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁঞা জানান, এখানে ট্রাক দাঁড় করিয়ে নগরবাসীর দুর্ভোগ বাড়াতে দেওয়া হবে না। যারা সরকারি নির্দেশনা মানছে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।