ডেঙ্গু রোগী না কমা উদ্বেগজনক

বললেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা না কমে উল্টো বাড়ছে জানিয়ে এই অবস্থাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শহীদ ডা. শামসুল আলম খান অডিটোরিয়ামে ‘ডেঙ্গু ড্রপস’ অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। ডেঙ্গুর সেবার ব্যাপারে আমাদের ঘাটতি নেই। তবে মশা না কমলে ডেঙ্গু রোগীও কমবে না।

আর ডেঙ্গু রোগী বাড়লে মৃত্যুও বাড়বে। দেশে ওষুধের অভাব নেই তবে, এখনো ডেঙ্গু রোগী না কমে বাড়ছে। এটি উদ্বেগজনক। ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্মিলিত প্রয়াসের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন, পৌরসভা, দায়িত্ববান সরকারি কর্মকর্তাসহ আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। আমাদের আশপাশে পানি জমতে পারে- এমন পাত্র পড়ে আছে কি না বা তাতে পানি জমে আছে কি না, তা দেখতে হবে। আমরা সবাই মিলে কাজ করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারব। মন্ত্রী বলেন, ডেঙ্গুর সেবার ব্যাপারে আমাদের ঘাটতি নেই। তবে মশা না কমলে ডেঙ্গু রোগীও কমবে না। আর ডেঙ্গু রোগী বাড়লে মৃত্যুও বাড়বে। দেশে ওষুধের অভাব নেই তবে, এখনো ডেঙ্গু রোগী না কমে বাড়ছে। এটি উদ্বেগজনক। ডেঙ্গু বিষয়ে উদ্ভাবিত অ্যাপের প্রশংসা করে তিনি বলেন, আমাদের দেশেও উদ্ভাবন হয়, আমাদের ছেলেরাও যে উদ্ভাবন করতে পারে তারই নিদর্শন হচ্ছে ডেঙ্গু অ্যাপস।