গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম গণজমায়েত বিশ্ব ইজতেমার প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে তাবলিগ জামাতের মাওলানা সাদ অনুসারীদের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের পক্ষ থেকে জোড় আয়োজনের জন্য অনুমতি প্রদান করা হয়েছে। এর আগে কাকরাইল জামে মসজিদ মারকাজের আহলে শূরার পক্ষে আবেদন করেন সৈয়দ ওয়াসিফ ইসলাম। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার স্বাক্ষরিত অনুমতি পত্রে বলা হয়েছে, নিজামুদ্দিন বিশ্ব মার্কাজের অনুসারী তাবলিগের শুরার পক্ষে কাকরাইল মসজিদ, ঢাকার আবেদনের পরিপ্রেক্ষিতে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর ৫ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠানের অনুমতি প্রদান করা হলো। অনুমতির অনুলিপি স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, স্বরাষ্ট্র সচিবসহ বিভিন্ন সরকারি দপ্তর ও গোয়েন্দা সংস্থাকে দেওয়া হয়েছে। তাবলিগ জামাতের মাওলানা সাদ অনুসারী ও মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, প্রতি বছর বিশ্ব ইজতেমার আয়োজনের প্রস্ততির জন্য ইজতেমার নির্ধারিত সময়ের আগে দাওয়াত ও তাবলিগের মেহনত সুষ্ঠুভাবে পরিচালনা এবং টঙ্গী বিশ্ব ইজতেমার সফলতার জন্য পুরোনা তাবলিগ সাথীদের অংশগ্রহণে ৫ দিনের জোড় আয়োজন করা হয়ে থাকে। জোড় এ মূলত সারাদেশের মুরুব্বি ও পুরোনো সাথীরা অংশগ্রহণ করেন। আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর এ পাঁচ দিন সাদ অনুসারীদের জোড় অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান, জোড় আয়োজনের জন্য বিশ্ব তাবলিগের নিজামুদ্দিন বিশ্ব মার্কাজের (মাওলানা সাদ) অনুসারী অংশের আহলে শুরা সদস্য সৈয়দ ওয়াসিফ ইসলাম গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছিলেন। গত রোববার আমরা অনুমতি পেয়েছি। গত কয়েক বছর ধরে এ জোড় ইজতেমা ময়দানের বাইরে আয়োজন করা হতো। এবার ময়দানে আয়োজনের অনুমতি দেওয়ায় তিনি সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এবারের জোড়ে লক্ষাধিক তাবলিগের পুরোনো সাথী অংশ নিতে আসবেন। তাদের মধ্যে ভারতের মেহমানও থাকবেন।