ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বিএসটিআই অভিযান

২৩টি প্রতিষ্ঠানের আলামত জব্দ

২৩টি প্রতিষ্ঠানের আলামত জব্দ

বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩০টি প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স অভিযানে ২৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য আলামত জব্দ করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিএসটিআই রংপুর বিভাগীয় উপ-পরিচালক মফিজ উদ্দিন আহমাদ প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান রংপুর ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। সার্ভিল্যান্স অভিযানে- লাইসেন্স গ্রহণের প্রক্রিয়ার জন্য ৭ দিন সময় প্রদান করা হয়েছে এমন প্রতিষ্ঠানগুলো হলো আরএম সলিড ব্রিকস, ব্রিকস অ্যান্ড পার্কিং টাইলস ফ্যাক্টরি, মেসার্স হিমেল ব্রিকস, ক্লে ব্রিকস, রাসেল ফুড প্রোডাক্টস বেকারি, সাদমান ফুড প্রোডাক্টস বেকারি, ঝঘই ব্রিকসক্লে ব্রিকস, সেফ বেকারি ফুড, পাউরুটি, কেক, মেসার্স শাহীন বেকারি, মেসার্স থ্রি এস ব্রিকস ক্লে ব্রিকস, ক্লে ব্রিকস, গ এ গ ব্রিকস, ক্লে ব্রিকস, ডিএসএ ব্রিকস, ক্লে ব্রিকস, ঐইঈ ব্রিকস, খোলাহাটি ক্লে ব্রিকস, আরএসএল এন্টারপ্রাইজ ব্রিকস, আরএনএম ব্রিকস, হক কসমেটিকস, পুরাতন ব্রিজ রোড, হেমেন্দ্র অয়েল মিল, সরিষার তৈল, সাধন মশলা ফ্যাক্টরি, আজিজার বেকারি। নিয়মিত মামলা প্রদান প্রক্রিয়াধীন আছে- হক বেকারি, মিল্টন বেকারি, হাপ এগ্রো লিমিটেড ব্রিকস ইউনিট, নজরুল ব্রিকস, সূবর্ণদহ, রোস্তম ফ্লাওয়ার মিল, লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানে গুণগত মান বজায় রেখে উৎপাদনের পরামর্শ প্রদান- এসআর ব্রিকস রফিক ব্রিকস ইন্সট্রাকশন, আকি মুড়ি। অভিযানটিতে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক প্রকৌশলী মো. জাহিদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার প্রকৌশলী মো. তাওহীদ আল আমিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত