আজ রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে রংপুর আইনজীবী সমিতির সর্বমোট ৩৭৬ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করবেন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ১৭টি পদে দুটি প্যানেলে ৩৩ জন এবং স্বতন্ত্র ৫ জন প্রার্থীসহ সর্বমোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও স্বাধীনতার স্বপক্ষের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনেনীত সভাপতি পদে অ্যাডভোকেট মো. আব্দুল মালেক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আব্দুল হক প্রামানিকসহ ১৭ জন প্রার্থী এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদে সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম মণ্ডল এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আলতাফ উদ্দিনসহ ১৬ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও স্বতন্ত্র সভাপতি পদে অ্যাডভোকেট মো. মোস্তাফিজার রহমান বুলুসহ ৫ জন প্রার্থী উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩ কে ঘিরে আদালতপাড়া জমে উঠেছে শেষ মুহূর্তের নির্বাচনি প্রচারণা। গণসংযোগ, শোডাউন, লিফলেট বিতরণসহ সব প্রার্থীদের চলছে ব্যাপক প্রচারণা।