ময়মনসিংহে চার খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ময়মনসিংহে দখল আর দূষণে নালায় পরিণত হওয়া খাল উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। গত মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে গোহাইলকান্দি এলাকায় অভিযান চালায় সিটি কর্পোরেশন। এ সময় খালের জমি দখল করে গড়ে তোলা দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মাধ্যমে, দখল-দূষণে ৫ ফুট প্রশস্ত হয়ে যাওয়া খালের আকৃতি ১৫ ফুট প্রশস্ত করা হয়। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রতিষ্ঠানটির সচিবের দায়িত্বে থাকা মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত দুই মাসের বিরতিহীন অভিযানে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নগরীর চার খাল সংস্কার কাজ চালিয়েছে। এই কাজ করতে গিয়ে গত ৩০ বছর ধরে খালের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা ও ঘরবাড়ি উচ্ছেদ করা হয়। ওই খালগুলোতে খননও করা হয়েছে। নগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের খাল খনন ও উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। তিনি বলেন, সিটি কর্পোরেশনের বিভিন্ন খাল মানুষের দখলে থাকায় এবং ময়লা-আবর্জনায় পরিপূর্ণ থাকায় একটু বৃষ্টিতেই নগরীতে দেখা দিত জলাবদ্ধতা। এছাড়া, ময়লা-আবর্জনায় মশা-মাছির উপদ্রবসহ নানা সমস্যায় জর্জরিত নগরবাসী। সম্প্রতি খাল উদ্ধারে কার্যক্রম শুরু করায় খুশি নগরবাসী।