মোটরসাইকেলে মামলা দেয়াকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রলীগ কর্মীকে আটকের প্রতিবাদে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ কর্মীর মোটরসাইকেলে মামলা দেয় ট্রাফিক সার্জেন্ট মনিরুল। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীদের সঙ্গে পুলিশ সদস্যদের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে ছাত্রলীগ কর্মী শরীফসহ বেশ কয়েকজন একত্রিত হয়ে সার্জেন্ট মনিরুল ও কনস্টেবল মোস্তফার সঙ্গে হাতাহাতিতে জড়ায়। এক পর্যায়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীদের মধ্যে রক্তাক্ত মারামারি হয়। পরে ঘটনাস্থল সংলগ্ন পুলিশ কমিশনারের কার্যালয়ে আটকে নিয়ে যাওয়া হয় তিন ছাত্রলীগ কর্মীকে। পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলো, ফিন্যান্স বিভাগের ছাত্র আলভীর ইসলাম, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সি স্টেমস বিভাগের শরিফুল ইসলাম ও মার্কেটিং বিভাগের ছাত্র রমজান হোসেন। এদিকে তিন ছাত্রলীগ কর্মী আটকের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা। এক ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সমঝোতার আশ্বাসে সড়ক থেকে সরে যায় ছাত্রলীগ কর্মীরা। এদিকে পুলিশ জানায় ঘটনা তদন্ত করে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।