গাজীপুরে ৩৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ নাজিম উদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে আটক করা হয়। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। আটক নাজিম উদ্দিন গাজীপুরের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে। র্যাব কর্মকর্তা বলেন, ময়মনসিংহ থেকে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা বহন করে গাজীপুরের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব। এক পর্যায়ে রাত আড়াইটার দিকে শ্রীপুর উপজেলার কাওরাইদ সোনাব গ্রামের কফিল উদ্দিনের পানের দোকানের সামনে কাওরাইদ-জৈনা বাজার রাস্তার উপর থেকে মাদক কারবারি নাজিম উদ্দিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৬ কেজি গাঁজা, মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুরের আশপাশ এলাকায় পাইকারি মূল্যে কেনাবেচা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজিম উদ্দিন স্বীকার করেছে।