ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নার্সদের থাইল্যান্ড ও কেরালার মতো দক্ষ হতে হবে

বললেন বিএসএমএমইউ ভিসি
নার্সদের থাইল্যান্ড ও কেরালার মতো দক্ষ হতে হবে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নার্সিংয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা মেধার সঠিক ব্যবহারের মাধ্যমে থাইল্যান্ড ও কেরালার নার্সদের মতো দক্ষ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

গতকাল বৃহস্পতিবার বিএসএমএমইউর এ-ব্লক অডিটোরিয়ামে এমএসসি ইন নার্সিং দ্বিতীয় ব্যাচ এবং বিএসসি ইন নার্সিং ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্যকালে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। হাসপাতালে ভর্তি রোগীদের আপনজন হলেন নার্সরা। অনেক রোগীর লোকজন হাসপাতালে আসেন না। আপনারা এসব রোগীদের একটু বেশি সময় দেবেন।

আপনারা পরিবারের মতো একটু সময় দিলে তারাও আপনাদের জন্য দোয়া করবেন। এক কথায় রোগীদের নিজের পরিবারের মতো সেবা দিতে হবে। বিএসএমএমইউ ভিসি বলেন, বিএসসি ও এমএসসি নার্সিং শিক্ষার্থীদের মধ্যে যারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তারা অত্যন্ত মেধাবী।

তারা এ মেধা দিয়ে বাংলাদেশের নার্সিং পেশাকে অনেকদূর এগিয়ে নিয়ে যাতে পারবে। আমি আশা করি, যারা এই বিশ্ববিদ্যালয়ে নার্সিংয়ে অধ্যয়নরত তারা থাইল্যান্ড ও কেরালার নার্সদের মতো দক্ষ হয়ে উঠবে। অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সেবার মান বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে চিকিৎসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নার্সদেরও দক্ষতা বৃদ্ধি পেয়েছে। এজন্য সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তাদের প্রশংসা করেছেন।

যা আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। হাসপাতালে ভর্তি রোগীদের আপনজন হলেন নার্সরা। অনেক রোগীর লোকজন হাসপাতালে আসেন না। আপনারা এসব রোগীদের একটু বেশি সময় দেবেন। আপনারা পরিবারের মতো একটু সময় দিলে তারাও আপনাদের জন্য দোয়া করবেন। এক কথায় রোগীদের নিজের পরিবারের মতো সেবা দিতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত