বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের অভিযানে একটি অবৈধ মশার কয়েল ফ্যাক্টরি সিলগালা করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদের নেতৃত্বে একটি টিম অনলাইন অভিযোগের ভিত্তিতে হারগাছ এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে।
এতে বাহার কাছনার নিউ তিস্তা কয়েল ফ্যাক্টরিতে অবৈধভাবে মশার কয়েল উৎপাদন করার আলামত পায়। উক্ত প্রতিষ্ঠানের উৎপাদন সাময়িক বন্ধ রাখার জন্য কারখানা সীলগালা করা হয়েছে। মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য ব্যবহৃত প্যাকেট জব্দ করা হয়েছে। অভিযানে আরো অংশগ্রহণ করেন সহকারী পরিচালক (সিএম), প্রকৌশলী মো. জাহিদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মো. জামিনুর রহমান।