চট্টগ্রামে বিজ্ঞান প্রদর্শনীতে মুনীর চৌধুরী

বিজ্ঞান চর্চা ও নৈতিকতা নিয়ে জীবন গড়তে হবে

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী শিক্ষার্থীদের পড়াশোনা ও বিজ্ঞান চর্চায় গভীর মনোযোগের আহ্বান জানিয়ে নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ জীবন গড়ার কঠোর তাগিদ দিয়েছেন। গতকাল চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী ও বিজ্ঞান সভায় শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা প্রদানকালে মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘মোবাইলে আসক্তি এখন তরুণ প্রজন্মের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, অবিরাম মোবাইলে ডুবে থাকার কারণে বহু শিক্ষার্থী পড়াশোনায় মনোযোগ হারিয়েছে, কারো কারো পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে। এমনকি দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্থ হয়ে অপূরণীয় শারীরিক ও মানসিক ক্ষতির শিকার হচ্ছে। এ বিধ্বংসী প্রবণতা রোধে পিতামাতাকে কঠোর অনুশাসন নিশ্চিত করতে হবে। আদরে, সোহাগে ও শাসনে সন্তানদের মোবাইলের আসক্তি থেকে রক্ষা করতে হবে। স্কুলে স্কুলে বিশেষ মোটিভেশনাল কর্মসূচির আয়োজন করতে হবে। এক্ষেত্রে শিক্ষকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়া তরুণদের মধ্যে রেস্টুরেন্টের খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছে। পিতামাতার অবহেলার কারণে সন্তানরা ফাস্টফুড-জাংকফুডে আসক্ত হয়ে পড়ছে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদানে তৈরি রেস্টুরেন্টের খাবারের কারণে তরুণ প্রজন্ম শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে। ঘরে রান্নার প্রতি মায়েদের আরো মনোযোগী হতে হবে। শাকসবজি ও ছোট মাছকে উপাদেয়ভাবে রান্না করে সন্তানদের সামনে উপস্থাপন করতে হবে। খেলাধুলা ও শরীর চর্চা ক্রমশ হারিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য স্কুলের মাঠে কিংবা মাঠ না থাকলে ছাদে কিছুক্ষণ খোলা আকাশের নিচে ঘাম ঝরিয়ে আনন্দ মুখর পরিবেশ তথা বিনোদনের আয়োজন করতে হবে। অতি যান্ত্রিকতা এবং অতি প্রযুক্তি নির্ভরতা যেন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশকে ব্যাহত না করে, সেদিকে সজাগ থাকতে হবে। শিশুদের মন প্রফুল্ল রাখতে ঘরে পারিবারিক বন্ধন দৃঢ় রাখতে হবে। যৌথ পরিবারে ছেলেমেয়েরা যে উদার মানসিকতায় গড়ে ওঠে, একক পরিবারে স্বার্থপরতার সংকীর্ণতায় তলিয়ে যাচ্ছে। পারিবারিক ও সামাজিক বন্ধন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মোবাইল ও টেলিভিশনে আসক্তির জন্য। অতি আরামদায়ক জীবন-যাপনের কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগ ব্যাধি ছড়িয়ে যাচ্ছে। সন্তানদের প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পৃক্ত করতে হবে। ছুটির দিনে কিংবা মাসে অন্তত একবার গ্রামের পরিবেশে নিয়ে যেতে হবে এবং সবুজ ঘাস, পুকুর ও গাছপালার সাথে বন্ধন তৈরি করতে হবে। মানুষ একক কোন সত্ত্বা নয়, মানুষ মহান আল্লাহ্র সৃষ্ট সেরা জীব। এ পার্থিব জীবন শেষে মহান আল্লাহ্র কাছে সবাইকে ফিরে যেতে হবে এবং পাপ পুণ্যের হিসাব দিতে হবে। জীবনকে পাপ মুক্ত রেখে সত্যাশ্রয়ী জীবন অনুসরণ করে মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করাই মানব জীবনের সার্থকতা।” উল্লেখ্য, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বিজ্ঞান প্রদর্শনী উপলক্ষ্যে রাজধানী থেকে দুটি আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ মিউজিয়াম বাস ও মুভিবাস প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে আয়োজিত কুইজ ও বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করা হয়।