ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বরিশাল নগরীতে প্রবাসী পরিবারের দুর্বিষহ জীবন

বরিশাল নগরীতে প্রবাসী পরিবারের দুর্বিষহ জীবন

পানি ও পয়ঃনিষ্কাশনের সুয়ারেজ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় ভবনের দ্বিতীয় তলায় এক প্রবাসীর পরিবার দীর্ঘ আড়াই বছর পর্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছেন। স্থানীয়ভাবে পাঁচবার সালিশ বৈঠক ও আদালতের নির্দেশেও পুনঃসংযোগ না দেওয়ায় ওই পরিবারটির দুঃখের যেন শেষ নেই। ঘটনাটি নগরীর ঈশ্বর বসু সড়কের ‘রহমান মঞ্জিল’ নামক চারতলা ভবনের। গতকাল শুক্রবার দুপুরে প্রবাসী মোশারফ হোসেন মানিক অভিযোগ করে বলেন, তাদের পৈত্রিক সম্পত্তিতে পাঁচ ভাই মিলে দীর্ঘদিন আগে ভবনটি নির্মাণ করেছেন। পরবর্তী সময়ে ওই ভবনের দ্বিতীয় তলায় তিনি (মানিক) ও চতুর্থ তলায় তার ছোট ভাই সিটি করপোরেশনের ১৬ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মশিউর রহমান জাহাঙ্গীর বসবাস করে আসছেন। প্রবাসী মানিক আরো অভিযোগ করেন, জাহাঙ্গীর গত কয়েক বছর থেকে তাকে (মানিক) ভবন থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। ফলশ্রুতিতে বিগত আড়াই বছর আগে তার (মানিক) বসবাসের ফ্লাটে পানি ও পয়ঃনিষ্কাশনের সুয়ারেজ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় জাহাঙ্গীর। এতে বাঁধা দেওয়ায় জাহাঙ্গীর তার ছেলেদের নিয়ে একাধিকবার তার (মানিক) ফ্লাটে ঢুকে হামলা চালিয়ে মারধরসহ ভাঙচুর করে। এনিয়ে থানা পুলিশের উদ্যোগে চারবার ও স্থানীয়ভাবে একবার সালিশ বৈঠকে বসা হলেও কোনো সুরাহা হয়নি। পরবর্তীতে প্রবাসী মানিক আদালতের দারস্ত হলে বিচারক পানি ও পয়ঃনিষ্কাশনের স্যুয়ারেজের পুনঃসংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। সিটি করপোরেশনও অনুমতি দিয়েছে; কিন্তু প্রভাবশালী সাবেক কাউন্সিলর মশিউর রহমান জাহাঙ্গীর কোনো কিছুর তোয়াক্কা না করায় অদ্যবধি পানি ও সুয়ারেজ লাইনের সংযোগ দেওয়া হয়নি। ফলে টানা আড়াই বছর পর্যন্ত প্রবাসী মানিকের পরিবারের সদস্যরা চরম দুর্বিষহ জীবনযাপন করছেন। এ ব্যাপারে তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সকল অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাবেক কাউন্সিলর মশিউর রহমান জাহাঙ্গীর বলেন, আদালতে মামলা চলমান থাকায় কেউ তো সেখানে সাব মার্সিবল বসাতে পারবে না। এছাড়া সুয়ারেজ লাইনে ত্রুটি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে স্থানীয় নবনির্বাচিত কাউন্সিলর শাহিন সিকদার বলেন, প্রবাসী মোশারফ হোসেন মানিক তার ফ্লাটে আড়াই বছর ধরে পানি ও সুয়ারেজ লাইন বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ নিয়ে ন্যায়বিচার চাইতে এসেছিলেন। বিষয়টি দেখে সমঝোতা করার চেষ্টা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত