চার দফা দাবিতে ২৬তম দিনের কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ। এছাড়া আগামী ৭ দিনের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে দেশব্যাপী আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন ম্যাটস শিক্ষার্থীরা। গতকাল রোববার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব কথা জানান। সংবাদ সম্মেলনে ম্যাটস শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধু প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় (১৯৭৩-১৯৭৮) উচ্চশিক্ষার কথা উল্লেখ থাকলেও স্বাধীনতার পঞ্চাশ বছরেও তা কার্যকর হয়নি। ডিপ্লোমা মেডিকেল তথ্য ডিএমএফ কোর্স সম্পন্ন করা প্রায় ৩০ হাজার দক্ষ জনবল কর্মসংস্থানহীন, কিন্তু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে শূন্য পদ ৩ হাজার ৪০০। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠী।
তারা বলেন, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ স্বাক্ষরিত এক স্মারকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সের (ম্যাটস) নতুন কোর্স কারিকুলাম প্রদান করা হয়। কিন্তু এই কোর্স কারিকুলামের মাধ্যমে আমাদের বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপসহ চিকিৎসা শিক্ষার অতীব গুরুত্বপূর্ণ বিষয়সমূহ থেকে বঞ্চিত করা হয়েছে।