ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩

দেশসেরা নির্বাচিত হয়েছে রংপুরের সুমাইতা সুয়াদী

দেশসেরা নির্বাচিত হয়েছে রংপুরের সুমাইতা সুয়াদী

কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ক গ্রুপে দেশসেরা নির্বাচিত হয়েছে রংপুরের সুমাইতা সুয়াদী। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এর চূড়ান্ত পর্বের ফলাফলে শিশু সুমাইতা সুয়াদী দেশসেরা নির্বাচিত হয়। চলতি মাসের আগামী ২৮ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তার পুরস্কার নেয়ার কথা রয়েছে। গত শুক্রবার ঢাকার তেজগাঁও কলেজে আয়োজিত চুড়ান্ত পর্বের অনুষ্ঠানে অংশ নেয় দেশের ৬৪ জেলা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১ম ও ২য় প্রদান অধিকার করা বিজয়ীরা। সুমাইতা সুয়াদী এতে রংপুর জেলা থেকে আবৃত্তি বিষয়ে ক গ্রুপে ১ম স্থান অধিকার করে অংশগ্রহণ করেন। বিচারকদের রায়ে জাতীয় পর্যায়ে ক গ্রুপে ১ম স্থান অধিকার করে দেশসেরা নির্বাচিত হয়। সুমাইতা সুয়াদী রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে আবৃত্তি প্রশিক্ষক রেজিনা সাফরিনের কাছে ৩ বছর বয়স থেকে আবৃত্তি শিখে আসছে। এর আগে রংপুর জেলা ও বিভাগীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিকবার ১ম স্থান অধিকার করে সে। সুমাইতা সুয়াদী বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর সাধারণ সম্পাদক, লেখক, সংগঠক ও সংবাদকর্মী জাকির আহমদ ও নারী উদ্যোক্তা শাকিলা পারভীনের একমাত্র সন্তান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত