দুর্ঘটনার পর আবার সচল চবির শাটল ট্রেন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

ট্রেন চালকদের ওপর হামলাকারীদের শাস্তির আওতায় আনার আশ্বাসের পর চবির শাটল ট্রেন চালাতে সম্মত হয়েছে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। সাধারণ শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তারা। গতকাল রোববার দুপুরের পর থেকে নির্ধারিত শিডিউল মোতাবেক বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ট্রেন ছেড়ে যায়। গতকাল রোববার দুপুর ১টায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান। তিনি বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে সংঘটিত দুর্ঘটনার পর ট্রেন চালকদের মারধর করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে বিষয়টি নিয়ে গতকাল রোববার সকাল ৮টায় চট্টগ্রাম মহানগরের বটতলী স্টেশনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়। এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে আমাদের লিখিত আশ্বাস দিয়েছে।

এছাড়া নিরাপত্তার স্বার্থে শাটল ট্রেনের ইঞ্জিনে রেলওয়ে পুলিশ থাকবে বলেও জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এজন্য আমরা ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছি।

সূত্র মতে, গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় শাটল ট্রেন নগরীর বটতলী স্টেশন থেকে চবি ক্যাম্পাসের উদ্দেশে রওনা দেয়। সেদিন রাত ৯টার দিকে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট রেলস্টেশন এলাকায় পৌঁছালে ভেঙে পড়া গাছের ডালের আঘাতে ট্রেনের ছাদে থাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীসহ ২৫ জন আহত হন।

পরবর্তীতে ট্রেনটি ফাতেয়াবাদ স্টেশনে থামলে আহতদের নিচে নামিয়ে আনেন অন্য শিক্ষার্থীরা। এরপর তারা আহতদের স্থানীয় ক্লিনিক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শাটল ট্রেনটি ক্যাম্পাসে পৌঁছলেই শিক্ষার্থীরা ট্রেনের দুই চালককে মারধর করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে দেন। এ সময় তারা আগুন জ্বালিয়ে প্রশাসনের কাছে শিক্ষার্থী আহতের জবাব ও শাটল ট্রেনের বগি বাড়ানোর দাবি জানান। এছাড়া জিরো পয়েন্টে অবস্থিত পুলিশ বক্সে ভাঙচুর চালান শিক্ষার্থীরা।