রংপুরে অক্টোবরের মধ্যে সিটি সার্ভিস চালু হবে

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান বলেন, রংপুর মহানগরীতে সিটি সার্ভিস চালু করা খুব জরুরি হয়ে পড়েছে। সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে কথা হয়েছে, আবারো কথা হবে। মটর মালিক, শ্রমিক সবার সহযোগিতা পেলে আগামী অক্টোবর মাসেই সিটি টাউন সার্ভিস চালু হবে।

গতকাল রোববার সকালে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে মেট্রো ট্রাফিক বিভাগের আয়োজনে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের সহযোগিতায় পরিবহন মালিক, শ্রমিক ও সুধিজনের সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় মেট্রো কমিশনার বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ করতে চেয়েছেন তা করে দেখিয়েছেন, এখন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করছেন, যার সফলতা আমরা এরইমধ্যে পাচ্ছি। তাই পুলিশকেও স্মার্ট হতে হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। পুলিশকে জনগণের বন্ধু হতে হবে, হয়ে সবার সেবায় কাজ করতে হবে। যেখানে থাকবে উন্নয়নবান্ধব, স্বচ্ছতা, জবাবদিহিতা।

মতবিনিময় সভায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন মিঞা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, বিআরটিএ রংপুরের সহকারী পরিচালক ফারুক আলম, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম, রংপুর জেলা মটর

মালিক সমিতির সভাপতি মোজম্মেল হক, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি খতিবর রহমানসহ সুধীসমাজ।

এ সময় মেট্রোপলিটন পুলিশ, মটর মালিক, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।