প্রতিরক্ষা অর্থ বিভাগের (ডিএফডি) সেবার মান আরো সুসংহতকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
- আইএসপিআর
‘প্রতিরক্ষা অর্থ বিভাগ (ডিএফডি) কর্তৃক প্রদত্ত সেবার মান আরো সুসংহতকরণ আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা গত রোববার বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে যথাযথভাবে দায়িত্ব পালন করে আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে সম্মানিত সেবাগ্রহীতাগণকে সেবা প্রদানের মাধমে সেবার মান আরো বৃদ্ধি এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে প্রতিরক্ষা অর্থ বিভাগ (ডিএফডি) সহ নিরীক্ষা ও হিসাব বিভাগকে একটি আধুনিক, স্মার্ট ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্ট) এসএম রেজভী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞাসহ প্রতিরক্ষা অর্থ বিভাগের ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাগণ।