রাজধানীতে পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলগাঁও, রামপুরা ও যাত্রাবাড়ী এলাকা থেকে পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এরমধ্যে গত সোমবার মধ্যরাতে রাজধানীর খিলগাঁওয়ে দুবাই প্রবাসী স্বামীর সঙ্গে মুঠোফোনে ঝগড়া করে মধ্যরাতে কানিজ ফাতেমা (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সবশেষ গতকাল মঙ্গলবার দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোছাম্মৎ সোনিয়া পারভীন বলেন, মধ্যরাতে আমরা খবর পেয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যাই। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ওই গৃহবধূর আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুবাই প্রবাসী স্বামীর সঙ্গে তার মুঠোফোনে ঝগড়া হয়। পরে তিনি নিজের রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন। ঘটনার পর বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তিনি খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার ১৭/১ বাসায় থাকতেন। তার বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বালিয়াডাঙ্গী গ্রামে। তিনি ওই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে।
এদিকে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর রামপুরার কুঞ্জবন এলাকায় নির্মাণাধীন সাততলা ভবন থেকে পড়ে মনির হোসেন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মনিরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী কামাল জানান, সকালে নির্মাণাধীন ভবনের সাততলায় কাজ করতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় মনির। পরে তাকে গুরুতর আহতাবস্থায় প্রথমে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মনির হোসেন নির্মাণাধীন ওই ভবনটিতেই থাকতেন। তার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর আগস্তী গ্রামে। তিনি ওই এলাকার আব্দুল গনি মিয়ার ছেলে বলেও জানিয়েছেন নিহত মনিরের সহকর্মী কামাল। অন্যদিকে, মঙ্গলবার সকালে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত (৭০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস রনি জানান, সকালে খবর পেয়ে রায়েরবাগের ফুটপাত থেকে ওই বৃদ্ধাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।