৩ দিনের ইন্টারনেট প্যাকেজ বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ৩ দিন মেয়াদি ইন্টারনেট প্যাকেজ তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে গণবিরোধী বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। বিটিআরসির এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানিয়েছে সংগঠনটি। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক গ্রাহক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে অ্যাসোসিয়েশন সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, মোবাইল অপারেটরদের ব্যবসা বাড়ানোর হীন চক্রান্ত বাস্তবায়নে সরকার, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা এবং অপারেটর প্রতিষ্ঠানগুলো একজোট হয়ে কাজ করছে। বর্তমান যুগের বাস্তবতায় মোবাইল ইন্টারনেট কোনো বিলাসী পণ্যসেবা নয়, বরং খাদ্য-বস্ত্র-বাসস্থানের মতো এটিও একটি মৌলিক পরিষেবা হয়ে উঠেছে। অথচ নানা সময় বিভিন্ন ঠুনকো অজুহাত দেখিয়ে সরকার অথবা সেবাদাতা মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুলোকে মোবাইল ইন্টারনেটের দাম বাড়িয়েই চলেছে। যেখানে অপারেটরদের এমন অশুভ তৎপরতা রুখতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির এগিয়ে আসার কথা, সেখানে উল্টো মোবাইল ইন্টারনেটের দাম বাড়াতে তারা যেন অপারেটরের সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তিনি বলেন, সরকার যখন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে পুরোদমে এগিয়ে যাচ্ছে, তখন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ৩ দিনের মতো স্বল্পমেয়াদি ইন্টারনেট প্যাকেজ বাদ দিয়ে পরোক্ষভাবে ইন্টারনেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত ৩ সেপ্টেম্বর জারি করা এক নির্দেশনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল অপারেটরদের ১৫ অক্টোবর থেকে ৩ ও ১৫ দিন মেয়াদি ইন্টারনেট ডেটা প্যাকেজ বন্ধের নির্দেশ দিয়েছে। কিসের ভিত্তিতে এমন গণবিরোধী সিদ্ধান্ত বিটিআরসি নিয়েছে, সেটি আমাদের কাছে বোধগম্য নয়। এর মাধ্যমে ভোক্তাদের পছন্দের স্বাধীনতা সীমিত করা হবে।