বরিশালে ডেঙ্গু আক্রান্তে রেকর্ড ভাঙার একদিন পরেই এবার মৃত্যুতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে বরিশাল বিভাগে মৃত্যুবরণ করেছে ডেঙ্গু আক্রান্ত সাতজন রোগী। যাদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই মৃত্যু হয়েছে ছয়জনের। এ নিয়ে এই হাসপাতালটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৪১ জনে। আর গোটা বিভাগে মৃত্যু হলো ৬৫ জনের। তাছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে নতুন করে আরো ৪১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালগুলোতে বর্তমানে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ১৬০ জন রোগী। যার মধ্যে সর্বোচ্চ ২৭৪ জন চিকিৎসা নিচ্ছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় হতে প্রাপ্ত ডেঙ্গু রোগীর প্রতিদিনের তথ্য থেকে জানা যায়।