ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্টি বোর্ড

৫৩ প্রতিষ্ঠানে অনুদান

৫৩ প্রতিষ্ঠানে অনুদান

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আওতাধীন বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্টি বোর্ড থেকে ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞানসেবী প্রতিষ্ঠানের জন্য ৮৭ লাখ ৯৭ হাজার টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে ট্রাস্টি বোর্ডের ২০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র সচিব জিয়াউল হাসান এনডিসি এবং বোর্ড সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর সঞ্চালনায় ট্রাস্টি বোর্ডের অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর আবেদন সভায় উপস্থাপন করা হয়। এতে সারা দেশের ৫৩টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, বিজ্ঞান ক্লাব ও বিজ্ঞান সেবী প্রতিষ্ঠানগুলোর জন্য ৮৭ লাখ ৯৭ হাজার টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘এই অনুদানের উদ্দেশ্য প্রান্তিক পর্যায়ে বিজ্ঞানের আলো পৌঁছিয়ে দেয়া।’ তিনি বলেন, ‘দেশকে কীভাবে বদলানো যায়, এজন্য প্রয়োজন শক্তিশালী চেতনাবোধ। বিজ্ঞান ও প্রযুক্তি তার একটি অন্যতম অনুষঙ্গ।’ এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘বিজ্ঞান শিক্ষাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছিয়ে দেওয়া এবং বিজ্ঞান চর্চাকে উজ্জীবিত করতে এ অনুদান বিশাল ভূমিকা পালন করছে। পুরো জাতিকে বিজ্ঞান মনস্ক করাই এ কার্যক্রমের মহৎ উদ্দেশ্য।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত