ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সাইবার সিকিউরিটি অ্যাক্ট না বুঝেই সমালোচনা করছে বিএনপি : পলক

সাইবার সিকিউরিটি অ্যাক্ট না বুঝেই সমালোচনা করছে বিএনপি : পলক

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট না বুঝেই বিএনপি রাজনৈতিক উদ্দেশ্যে সমালোচনা করছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কে ইন্টেলেকচুয়াল হিস্ট্রি অন স্টার্ট-আপ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। জুনায়েদ আহমেদ পলক বলেন, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আইনটি নিয়ে সমালোচনা করছেন তারা বিষয়টি না জেনে করছেন। সাইবার সিকিউরিটি আইনের প্রতিটি ধারাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার পর সেটি নিয়ে সমালোচনা করার জন্য বিএনপিকে পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট জনবান্ধব ও জনকল্যাণমুখি। এটি গণমাধ্যম বা সাধারণ মানুষের স্বাধীনতা খর্ব নয় বরং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, আইনটি বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিভিন্ন দেশের আইন এবং বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এই আইনটি করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে। এটি একটি যুগোপযোগী আইন এবং ভবিষ্যতের জন্য এটি কল্যাণকর বলেও উল্লেখ করেন মন্ত্রী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত