মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ড

উদ্ধারকাজে বাংলাদেশ বিমান বাহিনীর সক্রিয় অংশগ্রহণ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আএসপিআর

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে গত বৃহস্পতিবার রাতে আগুনের সূত্রপাত ঘটে। সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর একটি অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল তাৎক্ষণিক অগ্নিনির্বাপণ যান ও প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামাদি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সঙ্গে একযোগে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম শুরু করে। অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর সর্বমোট ০৩টি ইউনিট ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ১৭টি ইউনিট এর পাশাপাশি বাংলাদেশ সেনা এবং নৌবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ প্রচেষ্টায় আনুমানিক ০৯২৫ ঘটিকায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাংলাদেশ বিমান বাহিনীর পাঁচজন কর্মকর্তা, অন্যান্য পদবির ৮৬ জন বিমানসেনা ও বেসামরিক কর্মচারী (ফায়ার ফাইটার ও লস্কর ফায়ার ফাইটার) সহ সর্বমোট ৯১ জন বি বা সদস্য সক্রিয়ভাবে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণ করে। সফলভাবে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা শেষে বাংলাদেশ বিমান বাহিনীর উদ্ধারকারী দল স্ব-স্ব ঘাঁটিতে প্রত্যাবর্তন করে। এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল ঢাকা ও ঢাকার বাইরে দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সঙ্গে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম যৌথভাবে সাফল্যের সঙ্গে পরিচালনা করেছে।