রাজধানীর চকবাজার থানার বুয়েট স্টাফ কোয়ার্টারে ভাইয়ের সঙ্গে অভিমান করে তানিন সুবাইতা (১৭) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকাল ৪টার সময় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানিন সুবাইতার মা মালিয়া রহমান জানান, আমার মেয়ে চলতি বছর বুয়েট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে এসএসসি পাস করেছে। তাকে কলেজে ভর্তি করার প্রস্তুতি চলছিল। তার বড় ভাই তামিম রহমানের সঙ্গে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা তাকে দেখতে পেয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, বর্তমানে আমরা চকবাজার থানার বুয়েট স্টাফ কোয়াটারে থাকি। আমি এবং আমার স্বামী সজিবুর রহমান বুয়েটে চাকরি করি। আমাদের বাড়ি রাজশাহী জেলার মতিহার থানার বিনোদপুর এলাকায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি চকবাজার থানাকে জানিয়েছি।