রাজধানীতে ছুরিকাঘাতে যুবক আহত
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
প্রতিপক্ষের একজনকে চড় মারার রেশ ধরে রাজধানীর শাহজাহানপুরে ছুরিকাঘাতে শ্রাবণ (২০) নামে এক যুবককে আহত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার রাত সাড়ে ৭টার দিকে গুলবাগ রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। আহত শ্রাবণ গুলবাগ এলাকার বাসিন্দা। তিনি আগে মৌচাক মার্কেটে একটি দোকানে চাকরি করলেও বর্তমানে বেকার। তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু পরাণ গাজী জানান, সন্ধ্যায় গুলবাগ রেললাইনের পাশে বসে ৮-১০ জন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলেন। তখন একই এলাকার তানভির, মুস্তাকিনসহ ১৪-১৫ জন যুবক এসে শ্রাবণকে মারধর শুরু করে। এক পর্যায়ে তার গলার বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় দ্রুত শ্রাবণকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
তিনি আরো জানান, ছুরিকাঘাতের আধা ঘণ্টা আগে একই জায়গায় একটি হাতাহাতির ঘটনা ঘটে। তখন শ্রবাণ ওই পক্ষের একজনকে চড় মেরেছিল। সেই ঘটনার রেশ ধরেই তারা দল নিয়ে এসে শ্রাবণের উপর আক্রমণ চালায় এবং ছুরিকাঘাত করে। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তার অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তার অস্ত্রোপচার হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।